‘গণহত্যার স্বীকৃতি খালেদা-এরশাদরা বাধাগ্রস্ত করেছেন’

0 min read

বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়া ও হুসেইন মোহাম্মদ এরশাদরা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিকে বাধাগ্রস্ত করেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

সম্প্রতি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর চাষাঢ়া এলাকার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় এ কথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।

অ্যাডভোকেট খোকন সাহা বলেন, সারা পৃথিবীতে যত গণহত্যা হয়েছে, তা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। হিটলারের হত্যাকাণ্ডের বিচার এখনও হচ্ছে। বাংলাদেশের এ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কারণ বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়া ও এরশাদরা এ গণহত্যা যেন স্বীকৃতি না পায়, সেজন্য তারা সেই কার্যক্রম বাধাগ্রস্ত করেছেন। বাংলাদেশে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে। এ গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে।

এ সময় মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

+ There are no comments

Add yours