‘বিএনপি অগ্নিসন্ত্রাসের বাপ, মার্কেটে আগুনও তাদের পক্ষে সম্ভব’

1 min read

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, বিএনপি অগ্নিসন্ত্রাসের বাপ। মার্কেটে আগুন দেওয়াও তাদের পক্ষে সম্ভব। সম্প্রতি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি আগুন ভোররাতে লাগে। আগুন লাগার ধরনও কিন্তু একই। ছোট একটা আগুন থেকে সূত্রপাত, পরে সেটি ছড়িয়ে পড়ে। এটি অবশ্যই তদন্ত করতে হবে। দেখতে হবে নাশকতা কি না।

তিনি বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাসের ফাদার, মানে অগ্নিসন্ত্রাসের প্রবর্তক। ২০১৪ সালের ৫ জানুযারির নির্বাচন নিয়ে গ্রামকে গ্রাম তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এটিও (মার্কেটে আগুন) তাদের পক্ষে সম্ভব। যাই হোক, তদন্তেই সব বেরিয়ে আসবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মাহবুব আলম মনিসহ স্থানীয় নেতারা।

 

+ There are no comments

Add yours