‘নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে’

1 min read

সরকারি দলের সংসদ সদস্য ফারুক খান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিদেশি রাষ্ট্র অসংলগ্ন কথা বলছে। ভিসানীতি পরিবর্তন করছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।

সম্প্রতি জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান আশা করেন, বিদেশি দেশগুলো এটা করা থেকে বিরত থাকবে। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদের দেশে ভালো কোনও কিছু থাকলে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে পারে। তারা কাকে ভিসা দেবে, আর কাকে নিষেধাজ্ঞা দেবে— এসব ভয় দেখিয়ে লাভ নেই। করোনাসহ নানা চ্যালেঞ্জ সরকার সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সরকার জানে।’

তিনি বলেন, ‘বিএনপিসহ যারা বাজেটের সমালোচনা করছেন, তাদের এত বড় বাজেট ধারণ করার সক্ষমতা নেই। বাজেটকে না বুঝে তারা সমালোচনা করছেন। তাদের এই সমালোচনাকে গুরত্ব দেওয়ার কোনওও কারণ নেই।’

বিএনপির সমালোচনা করে ফারুক খান বলেন, ‘তারা ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও প্রিসাইডিং কর্মকর্তাকে হত্যা করে ভোট বন্ধের ষড়যন্ত্র করছে। কিন্তু এটা সম্ভব হবে না। তারা কোনোভাবেই নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণকে ভোট থেকে বিরত রাখতে পারবে না। তলে তলে বিএনপিও ভোটের প্রস্তুতি নিচ্ছে, গণসংযোগ করছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের সংসদ সদস্য নুর উদ্দীন চৌধুরী বলেছেন, গুম-খুন নিয়ে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করে। এদেশে তারাই গুম ও খুন শুরু করে। হাওয়া ভবনের দুর্নীতি স্বীকৃত। হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতির পাহাড় তৈরি করে। ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। তারা হতাশ। সেজন্য তারা জেনেশুনে ওবুঝে ভোট বানচালের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রকে ভুল তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে বলাচ্ছে। আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণ সেটার জবাব দেবে।

 

+ There are no comments

Add yours