দলীয় কর্মীদের হামলার শিকার বিএনপির কেন্দ্রীয় নেতা

0 min read

টাঙ্গাইলের মধুপুরে সদ্য ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে ‘উপেক্ষিত’ কর্মীদের হামলার শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন।

এ সময় তার সঙ্গে থাকা চার নেতাকর্মী আহত হয়েছেন। বিক্ষুব্ধ কর্মীরা স্বপনের গাড়ি ও একাধিক মোটরসাইকেল ভাঙচুর করেছেন।

রোববার সন্ধ্যায় মধুপুর পৌর শহরের সাথীর মোড়ে এ ঘটনা ঘটে।

ফকির মাহবুব আনাম স্বপন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হন মধুপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নাসির উদ্দিন। তাকে দেখতে রোববার হাসপাতালে যান স্বপন। সেখান থেকে স্থানীয় খামার বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন তিনি।

বিএনপি নেতা স্বপন বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিবকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে মহিষমারা খামার বাড়িতে ফেরার পথে এ ঘটনার শিকার হই।

তিনি বলেন, আমার গাড়ির সঙ্গে থাকা মোটরসাইকেল বহর সাথী মোড়ে পৌঁছলে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের ওপর আক্রমণ করে।

হামলায় পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার মোতালিব হোসেন, বিএনপি নেতা রেজাউল হক সিদ্দিক, ফারুক হোসেন, ছাত্রদল নেতা হযরত আলী আহত হন বলে জানান স্বপন।

পদবঞ্চিত বিএনপি নেতা আবদুল লতিফ পান্না জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে পৌর শহরে প্রচারপত্র বিলি করছিলেন তারা। সন্ধ্যার আগে ফকির মাহবুব আনাম স্বপন দলবল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বিনা উস্কানিতে হামলা করেন। বিক্ষুব্ধ জনগণ ও কর্মীরা তার জবাবে হামলা করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন সরকার জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, বিএনপির নেতৃবৃন্দ হামলার শিকার হয়েছেন বলে শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

+ There are no comments

Add yours