
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নৌকা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ।
সম্প্রতি মহানগরের (৫০ নং ওয়ার্ড) কুনিয়া পাচর এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারের কাছে নৌকা প্রতীকে ভোট চান তারা।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ জানান, দলীয় সিদ্ধান্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান তারা।
নৌকার পক্ষে শ্রীপুর উপজেলা আ.লীগের প্রচারণানৌকার পক্ষে শ্রীপুর উপজেলা আ.লীগের প্রচারণা।
এসময় ভোটারদের কাছে সরকার ও প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরেন। তারা ভোটারদের আশ্বস্ত করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলেন। প্রচারণাকালে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জোবায়ের হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা কামাল আকন্দ, সদস্য সেলিম মিয়া, দফতর সম্পাদক আরিফ সরকার, সহ-দফতর আব্দুুর রহিম, শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।